আকাশিক রেকর্ড কাকে বলে

হরে কৃষ্ণ,

আকাশিক রেকর্ড কি

আকাশিক রেকর্ড মানে হলো, মানুষের বা প্রতিটি জীবের গত জন্মের কর্মের ও মানিকতার
রেকর্ড। আমরা বিভিন্ন জন্ম ধরে জড় জগতে 14 টি লোকে ঘুরে বেড়াচ্ছি।কখন মানুষ কখনো পশু, পাখি, গাছ পালা হয়ে দেহ ধারন করেছি। প্রতি জন্মে আমরা যেসব কর্ম করেছি, প্রতি জন্মে আমাদের যেসব আশা, ইচ্ছা, ধনসম্পদ এবং যে পারিবারিক সম্বন্ধ ছিল , সেই সব কিছুর একটা তথ‍্য যমরাজ এর সহকর্মী চিত্র গুপ্ত মহারাজ এর কাছে লেখা আছে। সেই চিত্র গুপ্ত এর কাছে একটা ডাটাবেস থাকে।একে বলা হয় আকাশিক ডাটাবেস।এটি হল আকাশিক রেকর্ড,এটি কে আবার র্কমিক একাউন্ট ও বলে ।

আকাশিক কথার অর্থ হলো ইথারে লেখা। অর্থাৎ এ তথ‍্য ধ্যানের মাধ্যমে জানা যায় আর ধ‍্যনের মাধ্যমে এই দিব‍্য রেকর্ড রুমে প্রবেশ করা যায়।

কারা এই আকাশিক রেকর্ড দেখতে পারেন |

পুরোনো দিনের সাধু, মহাত্মারা তাদের শুদ্ধতার ফলে সেই রেকর্ড টা কে দর্শন করতে পারতেন।তাদের কে দিব‍্য দ্রষটা বলা হত। যেমন নারদমুনি, শিবজি, ব‍্যসদেব,সনজয়,গগমুনি আর ও অনেকেই ছিলেন ।

ঐ তথ‍্যর ফলে আমরা বুঝতে পারি যে কোন ব্যক্তি এই জীবনে কে আছে?, এবং আগের জীবনে কী ছিল?।

আমি যদি আমার আকাশিক রেকর্ডগুলি জানতে পারি তবে কী হবে ?

ভাবো, আমরা যদি আমাদের গত জন্মের রেকর্ড টা জানতে পারি, তাহলে এই জন্মে যেখানে যেখানে ব্লকেজ আছে, অথবা যাদের প্রগতি হচ্ছে না,তার কারন আমরা খুঁজে বের করতে পারি। অর্থাৎ আকাশিক রেকর্ড হল একটা সুপার কম্পিউটার যেখানে আপনি যেই প্রশ্ন করবেন, সেই প্রশ্ন উত্তর পাবেন। জীবন টা কেন এমন আছে? তার উত্তর সেখানে পাওয়া যাবে। এবং উপায় ও উপচার ও পাবেন, তখন তা আপনি এখানে প্রয়োগ করবেন, যার ফলে খুব জলদি বর্তমান পরিস্থিতি মধ্যে পরিবর্তন দেখতে পাবেন।

অর্থাৎ মানুষের এই বর্তমান জীবন টা পূর্ব জীবনের দারা ডিজাইন করা হয়েছে।আর সেই পূর্ব জীবন টা কেমন ছিল এবং সেখানে কী কী ভুল হয়ে ছিল, সেটা যখন আমরা জানতে পারবো, তখন আমরা বর্তমান জীবনের সেই ভুল সুধরাতে পারবো। অর্থাৎ তার ফলে এই জীবন টা আমরা শান্তি পূর্ণ ভাবে অতিবাহিত করতে পারবো।

আমাদের এই জীবনে র একটা উদ্দেশ্য আছে, সে টা কি, সেটা ও আমরা বুঝতে পারবো। অর্থাৎ প্রত্যক মানুষের তার আকাশিক রেকর্ড জানা উচিৎ অথবা প্রতিটা মানুষের নিজের আকাশিক রেকর্ড Reading করানো উচিত এক জন ভালো আকাশিক রেকর্ড Reader এর দারা। যিনি আধ্যাত্মিক ও তথ্য দ্রষটা সমপূর্ণ।

হরেকৃষ্ণ

আকাশিক রেকর্ড Reader Master
Ananta Padmanabha Das
From sri dham :- Vrindavan,india
+91 7078981801

8 thoughts on “আকাশিক রেকর্ড কাকে বলে

  1. এটা খুবই ভালো , আমরা খুব সহজেই আমাদের ভালো মন্দের কথা জেনে নিয়ে আমাদের সমস্যা গুলো সমাধান করে নিয়ে ভালো করে জীবন করতে পারবো ।

  2. Thank you it’s help me a lot. Your blog is very nice to read I will recommend to veryone to visit your blog.

  3. My Dr. Preeti…
    Bohot payshan Or apni jindagi sy hatash ho gai thi…fir ak din kisi sy Annant padmanabh….. Prabhu ji ky bary my pata chala to Myny myra akashicrecords unsy padvaya….

    To mujy pata chala kyo myri life my itni problem hy, kya karna chahiya mujy..
    Kyo ya sab ho raha…?
    My anadar sy himmat har chuki thi…
    Tut chuki thi… Koi hope nai thi…

    My suside attempt tak kar chuki thi….

    Par aaj.. Govind ki kripa Or Prabhu ji ky akadhikrecors ky karan aaj mujy naya jivan mila…

    Unky guidence my myri sari problem ka solution mila.
    Or ab my bohot kush.. Hu..
    Myri sari problem s khatam ho gai..
    Thanks to Annat padmanabh prabhu. Ji..
    Krishna bless you…

    Thank you Prabhu ji… Koti Thank you😌🙏

  4. Hare Krishna amr prothom thekei prosno chilo je Ami ki chilam r ki jonnoi ba ei poristhitite achi pravu ei class er madhbe mone hoche amr sob prosner uttor pabo Hari bol pranam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *